Surprise Me!

‘লং ডিসটেন্স রিলেশনশিপ’ সুন্দর রাখবেন যেভাবে || jagonews24.com

2021-06-15 1 Dailymotion

ভালোবাসার মানুষটির সঙ্গে এককাপ কফি খেতে মন চাইলেও পাড়ি দিতে হবে দেশের সীমানা? শুধু দুই দেশে দুজন নয়, দুই শহরে দুজন থাকলেও যখন তখন দেখা করা, অনুভূতিগুলো ভাগাভাগি করে নেয়া সম্ভব হয় না। দুজনের ভৌগলিক দূরত্ব বাড়লেও মনের দূরত্বকে ঠাঁই দেবেন না যেন। খুঁটিনাটি কিছু বিষয় মেনে চলুন তাহলেই সুন্দর থাকবে আপনাদের ‘লং ডিসটেন্স রিলেশনশিপ’-<br /><br />১. লং ডিসটেন্স সম্পর্কে খুব স্বাভাবিক বিষয় হলো- আপনি কখনও নিরাপত্তাহীনতায় ভুগবেন, কখনও ঈর্ষাকাতর হয়ে পড়বেন। মনের মধ্যে সেসব পুষে না রেখে তাকে জানান।<br /><br />২. প্রিয় মানুষটিকে ছোট ছোট কিছু উপহার পাঠান। খুব দামি কিছু পাঠাতে হবে- এমন কিন্তু নয়। বরং এমন কিছু পাঠান যা তিনি দূরে থাকার কারণে মিস করেন।<br /><br />৩. সারাদিনে যা যা ঘটল, তার সঙ্গে শেয়ার করুন, তার কথাও জানতে চান।<br /><br />৪. মনের কথা গুছিয়ে লিখে ফেলুন রঙিন কাগজে আর পাঠিয়ে দিন তার ঠিকানায়। <br /><br />৫. লং ডিসটেন্স সম্পর্কে নানা সময় নানা চ্যালেঞ্জ আসে, সেসব মোকাবিলা করার জন্য মনের জোর ধরে রাখতেই হবে। বিশ্বাস রাখুন, ভালো কিছুই হবে আপনাদের সঙ্গে।

Buy Now on CodeCanyon